◀◀◀নষ্ট মেমরী ভালো করুন▶▶▶ফোন যতই দামি হোক না কেন,প্রাণভোমরা কিন্তু মেমোরি কার্ড।উপযুক্ত মেমোরি কার্ড স্পেসনা থাকলে হ্যাং করতে পারে দামি ফোনও।সাধারণত মেমোরি কার্ডের স্পেসহয় ৪ থেকে ৬৪ জিবি। কিন্তুমেমোরি কার্ড নষ্টও হয় আকছার।ফোনের মেমোরি কার্ড হঠাৎখুলে নেওয়া হলে বা কোনো ভাবে সংযোগবিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্তহয়ে অকেজো হতে পারে। জেনে নিন কিভাবে নষ্টহওয়া মেমোরি কার্ড ঠিক করবেন।কার্ড রিডারে মেমোরি কার্ডঢুকিয়ে নিয়ে কম্পিউটারে কানেক্টকরুন। খেয়াল রাখুন, হার্ড ড্রাইভেরঅন্যান্য ডিস্কেরমতো মেমোরি কার্ড দেখালেওসেটিতে প্রবেশ করা যাবে না,কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার আপনার উইন্ডোজ এর স্টার্টমেন্যুতে গিয়ে
cmd লিখুন।এতে আপনার স্টার্ট মেনুর উপরদিকে কমান্ড প্রম্পট (cmd)দেখা যাবে। এখন এর ওপর ডানবোতাম চেপে
Run as administratorসিলেক্ট করে সেটি খুলুন। কমান্ডপ্রম্প্ট চালু হলে এখানে
chkdsk mrলিখে
enter ক্লিক করুন।এখানে mহচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ।কম্পিউটারে কার্ডের ড্রাইভদেখতে পেলে এখানে 'চেক ডিস্ক'সম্পন্ন হতে দিন।এখানে convert lost chains to filesবার্তা এলে y টিপুন। এক্ষেত্রে ফাইল যদি ঠিকথাকলে কার্ডের তথ্য আবার ব্যবহারকরা যাবে। মেমোরি কার্ডযদি
invalid file system দেখায়তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিককরে
Format-এ ক্লিক করুন।File systemথেকে
FAT নির্বাচন করে
Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে
Format-এক্লিক করুন। ফরম্যাট সম্পন্নহলে মেমোরি কার্ডের তথ্যহারালেও কার্ড নষ্ট হবে না।নানাভাবে এমনঅকেজো মেমোরি কার্ড সচলকরা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্তএবং বাহ্যিকভাবে নষ্ট প্রায়কার্ডকে ঠিককরতে ডেটা রিকভারি সফটওয়্যারব্যবহার করতে হবে।মেমোরি কার্ডের তথ্যদেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহারকরা না গেলে আপনাকে এইসফটওয়্যার সমাধান দিতে পারে। এক্ষেত্রে ডেটা উপস্থিতথাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্রসেটিকে 'রিড' করতে পারে না।
No comments:
Post a Comment